অধ্যায় ৯ঃ আই পি অ্যাড্রেসিং

অতি সংক্ষিপ্ত


১. IP address বলতে কী বুঝায় ?

উত্তরঃ Internet protocol address-কে সংক্ষেপে IP address বলা হয়। ইন্টারনেট প্রটোকল ডিভাইসের প্রতিটি ক্ষেত্রে যোগাযোগের জন্য IP অ্যাড্রেস ব্যবহার করা হয়। IP অ্যাড্রেসের কার্যপদ্ধতিকে প্রধানত দু'ভাগে ভাগ করা হয়।

(ক) হোস্ট অথবা নেটওয়ার্ক অ্যাড্রেসিং ইন্টারফেস শনাক্ত করা।
(খ) লোকেশন অ্যাড্রেসিং।