অধ্যায় ১০ঃ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
রচনামূলক
১. Class A , B ও C Type IP Address এর Format উদাহরণসহ বর্ণনা কর ।
উত্তরঃ Class A , B ও C Type IP Address এর Format উদাহরণসহ বর্ণনা হলো-
ক্লাস-এ (Class-A) ঃ আইপি ঠিকানার চারটি অকটেটের মধ্যে প্রথম অকটেট অ্যাড্রেসের ক্লাস নির্ধারণ করে থাকে। যদি প্রথম অকটেটের সর্ববামের বিট অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট (MSB – Most Significant Bit) শূন্য (0) হয়, তাহলে বুঝতে হবে এটি ক্লাস "এ" শ্রেণিভুক্ত। এক্ষেত্রে অন্যান্য বিটের অবস্থান বা মান যাই হোক না কেন, ক্লাস 'এ' আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 127 হবে
Exmple: 126.0.0.1
ক্লাস-বি (Class-B) : যদি আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের প্রথম দুটি এমএসবি (MSB - Most Significant Bit)1 ও 0 হয়, তাহলে বুঝতে হবে সেটি ক্লাস-বি ধরনের আইপি অ্যাড্রেস। ক্লাস-বি আইপি অ্যাড্রেস প্রথম দুটি অকটেট ব্যবহার করে থাকে নেটওয়ার্ক অংশের জন্য এবং শেষ দুটো অকটেট ব্যবহার করে হোস্ট অংশের অ্যাড্রেসের জন্য। ক্লাস-বি আইপি অ্যাড্রেসের সীমা 128.0.0.0 থেকে 191.125.0.0 পর্যন্ত।
Exmple: 129.0.0.1
ক্লাস-সি (Class-C) ঃ ক্লাস-সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম অকটেটের প্রথম তিনটি এমএসবি (MSB – Most Significant Bit) যথাক্রমে 1, 1 ও 0 মানে সেট করা থাকে। ক্লাস-সি এর প্রথম তিনটি অকটেট নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষ অকটেটটি হোস্ট অ্যাড্রেসের জন্য ব্যবহার করে থাকে। ক্লাস-সি অ্যাড্রেস শুরু হয় 192.0.0.0 থেকে এবং এটি শেষ হয় 223.255.255.255-তে গিয়ে। প্রথম অকটেটের সর্বনিম্ন মান 192 ও সর্বোচ্চ 223।
Exmple: 195.0.0.1