অধ্যায় ১ঃ ডাটা কমিউনিকেশনের ধারনা
রচনামূলক
১। Communication mode গুলো বর্ণনা কর ।
উত্তরঃ এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে ডেটা কমিউনিকেশন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন মোড বলে। যথা:
-
সিমপ্লেক্স
-
হাফ-ডুপ্লেক্স এবং
-
ফুল ডুপ্লেক্স
সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা ট্রান্সমিশনের ব্যবস্থা বা মোডকে সিমপ্লেক্স বলা হয়। সিমপ্লেক্স মোডে ডাটা কেবল মাত্র ডাটা নোড-১থেকে নোড-২ এর দিকে ডাটা প্রেরণ করা যায়। নোড-২ থেকে নোড-১ এর দিকে ডাটা প্রেরণ করা সম্ভব নয়। সুতরাং এইমোডে ডাটা গ্রহণ অথবা প্রেরণ যে কোন একটি সম্ভব। যে নোড ডাটা প্রেরণ করবে সে নোডটি ডাটা গ্রহণ করতে পারবে না।আবার, যে নোডটি ডাটা গ্রহণ করবে সেটি প্রেরণ করতে পারবে না। উদাহরণ- ১। রেডিও, ২। টেলিভিশন ইত্যাদি।
হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স সিস্টেমে উভয় দিক থেকে ডাটা প্রেরণের সুযোগ থাকে, তবে একই সাথে এটা সম্ভব নয়। যে কোন নোড একই সময়ে কেবলমাত্র ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। চিত্রে নোড-১ যখন ডাটা প্রেরণ করবে, তখন নোড-২ কেবলমাত্র ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। নোড-১ এর প্রেরণ কাজ শেষ হলে নোড-২ ডাটা প্রেরণ করতে পারবে। অনুরুপে, নোড-২ এর প্রেরণ কাজ চলাকালীন নোড-১ কেবলমাত্র ডাটা গ্রহণ করতে পারবে। উদাহরণ- ওয়াকি টকি।
ফুল ডুপ্লেক্স: ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিকে ডাটা প্রেরণের সুবিধা বিদ্যমান। যে কোন নোড ডাটা প্রেরণের সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে। উদাহরণ- টেলিফোন, মোবাইল ইত্যাদি।