অধ্যায় ১১ঃ কানেকটিভিটি ডিভাইস
সংক্ষিপ্ত
১. Repeater-এর বৈশিষ্ট্যগুলো লেখ ।
উত্তরঃ রিপিটার -এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ
ক) এটি দূর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে।
খ) এটি ইনকামিং সিগন্যালকে বাড়িয়ে দেয় (Amplify)।ফলে সিগন্যাল আরো বেশি দূরত্ব অতিক্রম করে।
গ) এটি অনাকাঙ্ক্ষিত সিগনালকে (Noise) ফিল্টারিং করে মূল সিগনালের হুবহু ডুপ্লিকেট একটি সিগনাল তৈরি করে। তাপর এ সিগন্যালকে পুনঃগঠনপূর্বক নির্দিষ্ট লক্ষে পুনরায় ট্রান্সমিট করে।
ঘ) একটি নেটওয়ার্ক দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগম্যান্টকে সংযুক্ত করে নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটার সমূহের ডাটা আদান -প্রদানের অতিক্রম যোগ্য দূরত্ব বাড়িয়ে দেয়।
ঙ) রিপিটার ব্যবহার করে সংযুক্ত কম্পিউটার সংখ্যা বাড়ানো যায়।
চ) রিপিটার দুটো ভিন্ন ধরনের নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করতে পারে।
১. ডিজিটাল মডেমের বৈশিষ্ট্য লেখ ।
উত্তরঃ ডিজিটাল মডেমের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
ক) ডিজিটাল ডাটা আদান -প্রদান করা যায়।
খ) CDMA Technology ব্যবহার করা হয়।
গ) ডাটা প্রেরনে Speed বেশি।
ঘ) ডাটা প্রেরনে Noise এর পরিমান কম হয়।
৩. MODEM- এর কাজ সংক্ষেপে বর্ণনা কর ।
উত্তরঃ মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।MODEM-এর কাজ মূলত দুটি ট্রান্সমিশনের সময় ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটা এবং রিসিভিং এর সময় অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটাতে রূপান্তর করা। আর এ কাজটি করতে হয় কারণ কম্পিউটার কাজ করে ডিজিটাল ডাটা নিয়ে, সে অ্যানালগ ডাটা নিয়ে কাজ করতে পারে না। অপরপক্ষে, বহিঃজগতের অনেক মিডিয়া বা ডিভাইস অ্যানালগ সিগন্যাল ব্যতীত কাজ করতে পারে না। আর অ্যানালগ ও ডিজিটাল ডাটার সমন্বয়সাধনের মধ্যে মূলত MODEM-এর Performances অন্তর্নিহিত। মূলত ডিজিটাল ডাটাকে PSTN টেলিফোন লাইনের প্রপার্টির কারণে উচ্চগতিতে পাঠানো যায় না বলে ডিজিটাল ডাটাকে অ্যানালগ- এ পরিবর্তন করে উচ্চগতিতে পাঠানো হয়। আর গ্রাহক প্রান্তে MODEM এর মাধ্যমেই অ্যানালগ সিগন্যাল ডিজিটালে রূপান্তরিত হয়।
৪. CIDR বলতে কী বুঝায় ?
উত্তরঃ আমরা জানি যে, প্রতিটি আইপি অ্যাড্রেস ৪টি Octet এ ভাগ থাকে এবং এই Octet গুলি নেটওয়ার্ক ও হোস্ট অংশে বিভক্ত করা থাকে। যদি আমরা Class A এর একটি আইপি অ্যাড্রেস দেখি 10.10.10.10 । যার প্রথম ব্লকটি হল নেটওয়ার্ক এবং শেষের তিনটি ব্লক হল হোস্ট অংশ।
যখন আমরা এই আইপি অ্যাড্রেসটি লিখি তখন 172.16.0.0/16 এভাবে এর শেষে স্লাস দিয়ে যে সংখ্যাটি ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে বলা হয় Network Prefix/CIDR (Classless Inter-Domain Routing)। এখানে /16 দ্বারা বুঝানো হয় যে 172.16.0.0 এই নেটওয়ার্কটির প্রথম ১৬টি বিট নেটওয়ার্ক এর জন্য এবং শেষের ১৬টি বিটি হোস্ট এর জন্য ।