অধ্যায় ৪ঃ ট্রান্সমিশন মিডিয়া ও সংযোগ

রচনামূলক


১. Fiber optic cable-এর গঠন চিত্রসহ বর্ণনা কর ।

উত্তরঃ অপটিক ফাইবার ক্যাবল ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরণের ফাইবার যা আলো প্রতিফলন ও পরিবহণে সক্ষম। ভিন্ন প্রতিসরাংকের এই ধরণের ডাই-ইলেকট্রিক দিয়ে অপটিক ফাইবার ক্যাবল গঠিত। অপটিক ফাইবারের তিনটি অংশ থাকে। যথা-

  1. কোর

  2. ক্ল্যাডিং এবং

  3. জ্যাকেট।

    1. কোরঃ ভিতরের ডাই-ইলেকট্রিক কোর। এর ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রন।

    2. ক্ল্যাডিংঃ কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলা হয়। কোরের প্রতিসরাংক ক্ল্যাডিং এর প্রতিসরাংকের চেয়ে বেশি হয়ে থাকে।

    3. জ্যাকেটঃ আবরণ হিসেবে কাজ করে।

Optic


২. চিত্রসহ Microwave Communication পদ্ধতি বর্ণনা কর ।

উত্তরঃ মাইক্রোওয়েভ এক ধরণের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা সেকেন্ডে প্রায় ১গিগা বা তার চেয়ে বেশি কম্পন বিশিষ্ট। মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে ডাটা ট্রান্সফার অর্থাৎ কম্পিউটার প্রদত্ত ডাটা, কথা এবং ছবি সবই ট্রান্সফার করা সম্ভব। মাইক্রোওয়েভ সিস্টেম মূলতঃ দুইটি ট্রান্সরিসিভার নিয়ে গঠিত। ট্রান্সরিসিভার সিগনাল ট্রান্সমিট এবং রিসিভ করে। মাইকোওয়েভ এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300MHz থেকে 30GHz মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। তাই সোর্স ও ডেস্টিনেশনের মধ্যে কোন বাধা থাকলে সিগনাল ট্রান্সমিট করা যায় না। এজন্য মাইক্রোওয়েভ এ্যান্টেনা বড় কোন ভবন বা টাওয়ারের ছাদের ওপর বসানো হয়।

Microwave