অধ্যায় ৯ঃ আই পি অ্যাড্রেসিং

সংক্ষিপ্ত


১. Class A ও Class B type-এর IP address format লেখ ।

উত্তরঃ আইপি ঠিকানার চারটি অকটেটের মধ্যে প্রথম অকটেট অ্যাড্রেসের ক্লাস নির্ধারন করে।যদি প্রথম অকটেটের সর্ববামের বিট অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট শূন্য(০) হয় তাহলে বুঝতে হবে এটি ক্লাস 'এ' অন্তর্ভুক্ত। এক্ষেত্রে অন্যান্য বিটের অবস্থান যাই হোক না কেনো,ক্লাস 'এ' আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের সর্বনিম্ন মান ০ এবং সর্বোচ্চ মান ১২৭ হবে।

আমরা জানি IPv4 -এ মোট বিট সংখ্যা 32= 4 Byte অর্থাৎ octet সংখ্যা =4।এই চারটি octet এর মধ্যে প্রথম octet টি Network এর জন্য এবং পরের তিনটি octet Host এর জন্য ব্যবহৃত হয়। এই প্রথম অকটেটের 8 বিটের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্ববামের বিট 0 Fixed হয় তাহলে প্রথম অকটেটের মান 00000000 থেকে 0111111 অর্থাৎ 0 থেকে 127 কিন্তু প্রথম অকটেটের মান 0 গ্রহনযোগ্য নয় এবং 127 Network ID টা Loop Back এ ব্যবহৃত হয়।যখন কোনো PC -তে TCP/IP Install করা হয় তখন সেই PC নিজেকে একটা IP দেয় যার মান 127.0.0.1 তাই 127 Network Address হিসেবে ব্যবহার করা যায় না।তাহলে ক্লাস 'এ' নেটওয়ার্কের সংখ্যা 2^7 -2= 126 এবং প্রত্যেক Network G Host এর সংখ্যা 2^24 -2=16777214 টি।

Class A- এর IP Range হবে--
প্রথম অকটেট নেটওয়ার্কের 1-126, দ্বিতীয় তৃতীয় অকটেট হোস্টের 0-255 এবং চতুর্থ অকটেট হোস্টের 1-254


২. Class - B type- এর IP address ফরম্যাট লেখ ।

উত্তরঃ ক্লাস-বি (Class-B) : যদি আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের প্রথম দুটি এমএসবি (MSB - Most Significant Bit) 130) হয়, তাহলে বুঝতে হবে সেটি ক্লাস-বি ধরনের আইপি অ্যাড্রেস। ক্লাস-বি আইপি অ্যাড্রেস প্রথম দুটি অকটেট ব্যবহার করে থাকে নেটওয়ার্ক অংশের জন্য এবং শেষ দুটো অকটেট ব্যবহার করে হোস্ট অংশের অ্যাড্রেসের জন্য। ক্লাস-বি আইপি অ্যাড্রেসের সীমা 128.0.0.0 থেকে 191.125.0.0 পর্যন্ত।


৩. IPv6 সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর ।

উত্তরঃ ৩২ বিটের আইপি অ্যাড্রেসকে বলা হয় আইপি ভার্শন ৪ বা IPv4।যেহেতু এখনই ধারনা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই ৩২ বিটের আইপি অ্যাড্রেস সংখ্যা নিঃশেষ হয়ে যাবে,তাই বর্তমানে আইপি অ্যাড্রেসের সাথে সামঞ্জস্য রেখেই ইন্টারনেট বাজারে ১২৮ বিটের ব্যবহার শুরু হচ্ছে,যাকে আইপি অ্যাড্রেস ভার্শন ৬ বা IPv6 বলে ।