অধ্যায় ৫ঃ মাল্টিপ্লেক্সিং টেকনিকস

রচনামূলক


১. Frequency division multiplexing পদ্ধতি Block diagram- সহ বর্ণনা কর ।

উত্তরঃ Frequency division multiplexing :
Frequency division multiplexing এক ধরণের অ্যানালগ মাল্টিপ্লেক্সিং পদ্বতি।এটি অ্যানালগ সিগনাল ট্রান্সমিট করতে পারে। তবে এর ইনপুট সিগনাল ডিজিটালও হতে পারে। ইনপুট সিগনাল ডিজিটাল হলে তা মডেমের মাধ্যমে অ্যানালগে রূপান্তর করে নেয়া হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ফ্রিকুয়েন্সির ক্যারিয়ার সিগনাল (f1,f2,f3) দ্ধারা বিভিন্ন বেসব্যান্ড সিগনালকে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে মডুলেট করে একটি কম্পোজিট সিগনাল তৈরি করা হয়। পরে একটি লিংকের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। লিংকের ব্যান্ডইউথ ট্রান্সমিটেড সিগনালগুলোর ব্যান্ডইউথ অপেক্ষা বেশি হওয়া জরুরী। প্রতিটি বেসব্যান্ড অ্যানালগ সিগনালকে মডুলেটরের মাধ্যমে ভিন্ন মানের ক্যারিয়ার ফিকুয়েন্সি দ্বারা মডুলেট করা হয়। মডুলেট করার পর সিগনালগুলোকে কমবাইন বা যোগ করে কম্পোজিট সিগনাল জেনারেট করা হয়। প্রতিটি ক্যারিয়ার বিভিন্ন মানের হওয়ার কারণে সিগনালগুলো অভারল্যাপ overlap হয় না।

Fdmf

এ পদ্ধতিতে সেন্ডিং স্টেশন বিভিন্ন মানের ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির মাধ্যমে মডুলেট করে সিগনাল জেনারেট করে । এধরনের মডুলেটকৃত সিগনালগুলোকে কমবাইন করে একটি কম্পোজিট সিগনাল উৎপন্ন করা হয়। এর পর এই কম্পোজিট সিগনালকেট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে ট্রান্সমিট করা হয়।