অধ্যায় ১ঃ ডাটা কমিউনিকেশনের ধারনা
অতি সংক্ষিপ্ত
১।Electronic communication বলতে কী বুঝায় ?
উত্তরঃ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া( রেডিও টেলিভিশন মোবাইলফোন ) এর মাধ্যমে যে যোগাযোগ গড়ে ওঠে তাকে Electronic communication বলে।
২। Frequency কী?
উত্তরঃ কোন তরঙ্গ এক সেকেন্ডে যতগুলো পিরিয়ড সম্পূর্ণ করে তার সংখ্যাকে ঐ তরঙ্গের Frequency বলে।
৩। SNR কী?
উত্তরঃ SNR এর পূর্ণরূপ হল- Signal-to Noise Ratio.
সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের অনুপাতকে SNR বলে।
৪। কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদানগুলোর নাম লেখ.
উত্তরঃ কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান ছয়টি। যথা-
(ক) Message
(খ) Sender
(গ) Transmission media
(ঘ) Receiver
(ঙ) Protocol
(চ) Feedback