অধ্যায় ২ঃ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম

অতি সংক্ষিপ্ত


১। পূর্ণনাম লেখঃ ASK ও FSK

উত্তরঃ

  • ASK- Amplitude Shift Keying.

  • FSK- Frequency Shift Keying.


২। ক্যারিয়ার ওয়েভ কী ?

উত্তরঃ উচ্চ ফ্রিকুয়েন্সির ইলেকট্রোম্যগনেটিক ওয়েভ কে ক্যারিয়ার ওয়েভ বলে, যা অডিও সিগন্যাল কে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বহন করার জন্য ব্যবহার করা হয় ।


৩। Modulation বলতে কী বুঝায় ?

উত্তর: ক্যারিয়ার ওয়েভের সাথে সিগন্যাল ওয়েভ মিশ্রিত করাকে Modulation বলে।


৪। পূর্ণনাম লেখ : ASK , FSK , PSK ও BPSK ।

উত্তরঃ

  • ASK- Amplitude Shift Keying.

  • FSK- Frequency Shift Keying.

  • PSK- Phase Shift Keying.

  • BPSK- Binary Phase Shift Keying.