অধ্যায় ৭ঃ নেটওয়ার্ক টপোলজি

অতি সংক্ষিপ্ত


১. Network topology বলতে কী বুঝায় ?

উত্তরঃ নেটওয়ার্কের ক্ষেত্রে টপোলজি (Topology) শব্দটি অতি গুরুত্বপূর্ণ। টপোলজি অর্থ সংযোগ ব্যবস্থা। কোনো কম্পিউটার নেটওয়ার্ক-এ একটি কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে সংযোগ ব্যবস্থাকেই টপোলজি বলে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের ক্যাবল সংযোগের পর এর ভিতর দিয়ে নির্বিঘ্নে তথ্য আদান-প্রদানের জন্য সুনির্দিষ্ট কোন পথের প্রয়োজন হয়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোকে ক্যাবলের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী ক্যাবলের মধ্য দিয়ে তথ্য আদান-প্রদানের জন্য যুক্তিনির্ভর পথের যে পরিকল্পনা, এই দুয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি।


২. রিং টপোলজির অসুবিধাগুলো লেখ ।

উত্তরঃ রিং টপোলজির অসুবিধাগুলো হলো-
ক) এ ধরনের নেটওয়ার্কের যোগাযোগের সময় অধিক সময় প্রয়োজন হয়।
খ) যে-কোনো নতুন নোড সৃষ্টিতে যোগাযোগ সময় বর্ধিত হয়।
গ) এর নিয়ন্ত্রণ সফ্টওয়্যার খুব জটিল হয়ে থাকে।
ঘ) এর জনপ্রিয়তা কম।
ঙ) উভয় পথে কম্পিউটারের ব্যর্থতার জন্য এ পদ্ধতি অচল হয়ে পড়ে।