পাইথন প্রোগ্রামিং , জাভা প্রোগ্রামিং , ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন , ডাটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার নেটওয়ারকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেস্টিং ইত্যাদি বিষয়ের সমন্বয়ে কপম্পিউটার টেকনোলজি গঠিত । দেশে বিদেশে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে ।
সিভিল টেকনোলজি স্ট্রাকচারাল মেকানিক্স, সার্ভেয়িং,কনস্ট্রাকশন প্রসেস, সিভিল ক্যাড , থিওরি অব স্ট্রাকচার, ডিসাইন অব স্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয় সমুহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে । সিভিল টেকনোলজি থেকে পাশ করে সওজ, PDB, WASA তে আবেদন করতে পারবেন ।
ইলেকট্রনিক্স ডিভাইস ও সার্কিট , পিসিবি ডিজাইন, রোবোটিক্স , মাইক্রো কন্ট্রোলার, ইলেক্ট্রনিক্স সার্ভিসিং, অটোমেশন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স টেকনোলজি সাজানো । এই টেকনোলজিতে পড়লে বিভিন্ন মোবাইল কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি গুলতে চাকুরির সুযোগ রয়েছে।
ইলেকট্রিক্যাল টেকনোলজি এসি মেশিন, ডিসি মেশিন,সিগন্যাল প্রসেসিং, পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন , অ্যাপ্লায়েড মেকানিক্স ইত্যাদি বিষয় নিয়ে গঠিত। পড়াশুনা শেষ করার পর আপনি দেশে বিদেশে বিদ্যুৎ বিভাগে , পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার প্লান্টে চাকুরির আবেদন করতে পারবেন ।
বিভিন্ন মেশিনারিজ, অটোমোবাইল , মেশিন এলিমেন্টস ,টুল ডিজাইন , মাইক্রো কন্ট্রোলার, মেকাট্রনিক্স অ্যান্ড পি এল সি , মেট্রোলজি, প্যাটার্ন মেকিং, থার্মোডাইনামিক্স, ইত্যাদির সমন্বয়ে মেকানিকাল টেকনোলজি ।কোর্স শেষে PDB, DESCO, BRTC, PGCB, WASA পাওয়ার প্লান্টে চাকুরির আবেদন করতে পারবেন।
পাওয়ার টেকনোলজি থার্মোডাইনামিক্স, ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস , বয়লার অপারেশন, অটোমোটিভ বডি বিল্ডিং, পাওয়ার প্লান্ট ইঞ্জিনারিং, মেশিন এলিমেন্টস ডিজাইন, আই সি ইঞ্জিন সহ বিভিন্ন ইঞ্জিন ইত্যাদি বিষয়গুলোকে কাভার করে । এই টেকনোলজিতে পড়লে পাওয়ার প্লান্ট, অটেমোবাইল কোম্পানিতে চাকুরির সুযোগ রয়েছে ।
আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন টেকনলোজি ভবনের অভ্যন্তরীণ ডিজাইন , কন্সট্রাকশন ফান্ডামেন্টাল, অভ্যন্তরিন কন্সট্রাকশন, প্রেজেন্টেশন, ল্যান্ডস্কোপ ডিজাইন , ফার্নিচার ডিজাইন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ।পাশ করার পর হাউজিং কোম্পানি, রিয়েলস্টেট কোম্পানি গুলোতে চাকুরির সুযোগ রয়েছে ।
রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং টেকনোলজি- আটোমোবাইল, RAC সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট, সার্কিট আন্ড ইলেকট্রিকাল মেশিন, ট্রান্সপোর্ট RAC , মেটালজি, CAD & CAM, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যল্কুলেশন, ফুড প্রিজারভেশন , মেকাট্রনিক্স, PLC, ম্যনুফেকচারিং প্রসেস ইত্যাদি প্রযুক্তি কভার করে।
মেডিকেল ট্রান্সডুসার এন্ড সেন্সর, ডেন্টাল ইকুইপমেন্ট, রেডিওলজি এন্ড ইমেজিং ইকুইপমেন্ট, ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক এন্ড ল্যাবরেটরি ইকুইপমেন্ট, আইসিইউ এবং সিসিইউ ইকুইপমেন্ট, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি গঠিত। কোর্স শেষে মেডিকেল, ডায়গনেস্টিক সেন্টারে চাকুরির সুজোগ রয়েছে ।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি ফন্ট অফিস অপারেশন, ফুড বেভারেজ, টুর গাইডিং ,হোটেল ইনফরমেশন , টুর অপারেশন , টুরিজম হেরিটেজ, টিম বিল্ডিং, হস্পিটালিটি, রেস্পন্সিবিলিটি ইত্যাদি বিষয়ের সমন্বয়ে গঠিত। এই টেকনোলজিতে পড়ার পর আপনি ট্রাভেল এজেন্সিতে আপনার ক্যারিয়ার গরতে পারবেন ।
সিরামিক মডেল মেকিং, সিরামিক প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, মোল্ড ফেব্রিকেশন , সিরামিক বডি প্রিপারেশন, হোয়াইট ওয়ার্স, সিরামিক ডাইং, সিমেন্ট মেনুফেকচার, টাইলস অ্যান্ড সেনিটারি, সিরামিক গ্লেজ অ্যান্ড কালার, সিরামিক ডেকোরেশন অ্যান্ড পেইন্টিং, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে সিরামিক টেকনোলজি গঠিত।
গ্লাস রও ম্যাটারিয়াল , গ্লাস ফ্যাব্রিকেশন, গ্লাস মোল্ড এবং ডাই, সিমেন্ট ম্যানুফেকচার ,গ্লাস ডেকোরেশন অ্যান্ড প্রিন্টিং, ক্যাড অ্যান্ড ক্যাম, সিরামিক ম্যানুফ্যাকচারিং, গ্লাস প্রোডাক্টস ইত্যাদি বিষয়ের সমন্বয়ে গ্লাস টেকনোলজি গঠিত ।এই টেকনোলজিতে পড়লে বিভিন্ন গ্লাস এবং সিরামিক ইন্ডাস্ট্রিতে চাকুরির সুযোগ রয়েছে ।
সার্ভেইং টেকনোলজি সার্ভে ক্যাড, এডভান্সড GIS , জিওডেটিক সার্ভেয়িং, এরিয়াল ফটোগ্রাফি, ডিজিটাল কার্টোগ্রাফি, ল্যান্ড ল স অব বাংলাদেশ, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, হাইড্রোগ্রাফিক সার্ভেয়িং, পাইথন প্রোগ্রামিং, মাইন সার্ভেইং, রিমোট সেন্সিং,কন্সট্যাকশন ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে সাজানো ।
উড তথা কাঠ ওয়রকশপ , সারভেইং, কনস্ট্রাকশন প্রসেস, সিভিল ক্যাড, ডিজাইন ড্রইং অব ফার্নিচার , উড ক্যাড অ্যান্ড ক্যাম , হাইড্রোলিক্স, কাঠ প্রোসেসিং, উড ওয়ারকিং মেশিন , উড ফিনিশিং, ডিজাইন অব স্ট্রাকচার, ফার্নিচার ফিটিং অ্যান্ড আসেম্বলিং ইত্যাদি বিষয়ের গুলো নিয়ে সিভিল (উড) টেকনোলজি ।
অটোমোবাইল টেকনোলজিতে মেশিন , অটোমটিভ ইঞ্জিন , ফ্লুয়িড মেশিন , ওয়েল্ডিং থার্মোডাইনামিক্স, সাসপেনশন, ব্রেক স্টিয়ারিং , মেট্রোলজি, স্টেন্থ অফ মাটেরিয়ালস , ফুয়েল অ্যান্ড লুব্রিকেন্টস ইত্যদি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।কোর্স শেষে দেশে বিদেশে অটোমোবাইল কোম্পানীগুলোতে চাকরির সুযোগ আছে ।
কন্সট্যাকশন টেকনোলজি সাজানো হয়েছে - কন্সট্যাকশন ম্যাথোডলজি, সার্ভেইং, থিউরি অব স্ট্রাকচার, বিল্ডিং ফেসেলিটিস এন্ড লও, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং,হাইড্রলিক্স, ডিজাইন অব স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার, সিভিল ক্যাড ইত্যাদি বিষয়ের সমন্বয়ে । হাউজিং কোম্পানি, রিয়েলস্টেট কোম্পানি গুলোতে চাকুরির সুযোগ রয়েছে ।
মাইনিং, মাইনিং জিয়োলজি, মেটালজি অ্যান্ড হিট ট্রিট্মেন্ট, রক মেকানিক্স, কোল মাইনিং, মাইন সার্ভে, ড্রিলিং অ্যান্ড ব্লেসিং, ক্যাড ক্যাম , স্টেন্থ অব মেটেরিয়াল, মাইন সেফটি, মাইন প্লানিং, আন্ডারগ্রউন্ড মাইনিং, জিও রিসরস ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে মাইন অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি গঠিত।
ফুড টেকনোলজি মুলত ফুড সেফটি, হাইজিন, ফুড সাইন্স অ্যান্ড নিউট্রেশন, ফুড প্লান্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট, ফুড মাইক্রোবায়োলজি, প্যাকেজিং, ডেইরি প্রোডাক্ট, প্রিজারভেশন, , বেভারেজ প্রোডাক্ট, ব্যাকারি প্রোডাক্ট, ইত্যাদি বিষয়ের উপর প্রতিষ্ঠিত । কোর্স শেষ করার পর বিভিন্ন ফুড ও বেভারেজ কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে ।
মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এর সমন্বিত রূপ ।মেকাট্রনিক্স টেকনোলজি মুলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল, ইঞ্জিনিয়ারিং মেশিন্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ক্যাড এন্ড ক্যাম , রোবোটিক্স, ম্যানুফ্যাকচার এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, PLC, থার্মোডাইনামিক্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে গঠিত।
ইন্ডাস্ট্রিয়াল ইন্সট্রুমেন্টেশন, সিগ্ন্যাল প্রসেসিং, মেডিকেল ইন্সট্রুমেন্ট, প্রসেস কন্ট্রোল, পি এল সি, হাইড্রোলিক মেশিন , প্রোগ্রামিং ইত্যাদি বিষয় নিয়ে ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি । এই টেকনোলজি থেকে পাশ করে গার্মেন্টস সহ উৎপাদনমুখি প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করতে পারবেন ।
বিল্ডিং বা ভবনের বাহ্যিক ও অভ্যান্তরিন ডিজাইন , রুমের আভ্যান্তরিন ডিজাইন , কম্পিউটার এইডেড ডিজাইন (CAD), 3-ডায়মেনশনাল ডিজাইন, কনস্ট্রাকশন প্রসেস, আরবান প্লানিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে আর্কিটেকচার টেকনোলজি। হাউজিং কোম্পানি, রিয়েলস্টেট কোম্পানি গুলোতে চাকুরির সুযোগ রয়েছে ।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, অয়েল ফ্যাট, ওয়েক্স, আনালিটিক্যাল ক্যামেস্ট্রি, ওয়াটার ট্রিট্মেন্ট টেকনোলজি , রেফ্রিজারেশন, কেমিক্যাল প্রোসেস, ন্যাচারাল গ্যাস , ফারটেলাইজার, ক্রোসিওন টেকনোলজি, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে কেমিক্যাল টেকনোলজি প্রতিষ্ঠিত । বিভিন্ন ফুড ও বেভারেজ কোম্পানিগুলোতে চাকরির সুযোগ রয়েছে।
ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ডাটা, ডাটাবেজ, ডাটা কমিউনিকেশন মিডিয়া, ওয়্যারলেস কমিউনিকেশন , DNT, নেটওয়ার্ক , ফিল্টার, ট্রান্সমিশন লাইন , জাভা প্রগ্রামিং, নেটওয়ার্ক আডমিনিস্ট্রেশিন , ফাইবার অপটিক কমিউনিকেশন মাইক্রোওয়েভ অ্যান্ড আন্টেনা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়ে থাকে ।
টেলিকমিউনিকেশন টেকনোলজি রেডিও এন্ড টিভি সিগন্যাল, মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল সিগন্যাল, ওয়্যারলেস এন্ড মোবাইল কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত । পাশ করার পর মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোতে চাকরির সুযোগ আছে।
গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি অফসেট মেশিন , বেসিক ফটোগ্রাফি, ইমেজ ক্যারিয়ার, ভিডিও এবং সাউন্ড এডিটিং, ফ্যাব্রিক ডিজাইন, প্যাকেজিং ,ইমেজ ম্যানিপুলেশন , অ্যানিমেশন, অ্যাডভান্সড ডিজিটাল ফটোগ্রাফি, গ্রাফিক কমিউনিকেশন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত । দেশে বিদেশে গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে
অফসেট মেশিন, ফটোগ্রাফি , স্ক্রিন প্রিন্টিং, কালার প্রিন্টিং, ফ্লেক্সো এবং ক্যান প্রিন্টিং, ইঙ্ক এন্ড পেপার, গ্যাভেউর প্রিন্টিং, প্যাকেজিং , প্রিন্ট ফিনিশিং, ট্যাবল সুটিং ম্যানেজমেন্ট ইন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ ইত্যাডি বিষয়ের উপর বেস করে প্রিন্টিং টেকনোলজি গঠিত । প্রিন্টং টেকনোলজি থেকে পাশ করে আপনি প্রিন্ট অ প্যকেজিং এ ক্যারিয়ার গড়তে পারবেন ।