অধ্যায় ৮ঃ নেটওয়ার্ক প্রটোকল

অতি সংক্ষিপ্ত


১. Network Protocol কী?

উত্তরঃ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ যে শর্তাবলির ভিত্তিতে ডাটা আদান প্রদান করা যায় তাকে Netwark Protocol বলে। কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হতে পারে। এক সিস্টেম হতে ডাটা প্রেরিত হয়ে নেটওয়ার্কের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার পর অন্য সিস্টেমে নির্ভুলভাবে এবং বোধগম্যভাবে গৃহীত হতে হলে কিছু রীতিনীতি অনুসরণ করে সিস্টেম নির্মাণ করতে হয়, নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে হয় এবং সফটওয়্যার তৈরি করতে হয়। এক সিস্টেম হতে অন্য সিস্টেমে সঠিকভাবে তথ্য বিনিময়ের জন্য স্বীকৃত রীতিনীতিকে প্রটোকল বলা হয়।

২. Ping কী ?

উত্তরঃ প্যাকেট ইন্টারনেট গোফার বা পিং হচ্ছে একটি ইউটিলিটি, যার মাধ্যমে একটি সিস্টেমে কোন ব্যবহারকারী অন্যান্য হোস্টের অবস্থান নিরূপণ করতে পারে এবং ঐ হোস্ট থেকে কোন মেসেজ পেতে কত সময় লাগেতা নির্ণয় করতে পারে।