অধ্যায় ১০ঃ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

সংক্ষিপ্ত


১. NIC- এর ফিজিক্যাল অ্যাড্রেস লেখ ।

উত্তরঃ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) কে নেটওয়ার্ক কার্ড, ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। যে-কোন নেটওয়ার্কিং করতে গেলেই যে ডিভাইসটি সব থেকে আগে প্রয়োজন, তা হল এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

প্রতিটি নেটওয়ার্ক অ্যাডাপ্টারে রয়েছে একটি বিল্ট-ইন ফিজিক্যাল অ্যাড্রেস। কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি দেয় এবং একে পরিবর্তন করা যায় না। প্রতিটি কার্ডের জন্য এ অ্যাড্রেস অবশ্যই ভিন্ন ভিন্ন হয়। এ অ্যাড্রেসকে বলা হয় ঐ কার্ডের মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেস (MAC- Media Access Control)। এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে এ ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে।

প্রতিটি ম্যাক অ্যাড্রেস 48 বিট বিশিষ্ট। ম্যাক অ্যাড্রেসকে হেক্সাডেসিমেল (16 Base) বিশিষ্ট সংখ্যায় প্রকাশ করা হয়। যেমন একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ম্যাক অ্যাড্রেস হতে পারে।

07:01:02:01 : 2C: 4B