অধ্যায় ৩ঃ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম
সংক্ষিপ্ত
১। Link coding ও Block coding-এর মাঝে পার্থক্য লেখ ।
উত্তরঃ লাইন কোডিংঃ ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার প্রক্রিয়াকে লাইন কোডিং বলে। ডিজিটাল ডাটাকে বাইনারি ফরম্যাটে পাওয়া যায়, একে ১ থেকে ১০ পর্যন্ত সিরিজের অন্তর্নিহিতভাবে সংরক্ষণ করা যায়।
ব্লক কোডিংঃ Digital Data Transmission এর একটি টেকনিক যার মাধ্যমে নিদির্ষ্ট বিটের ডাটাকে ব্লক আকারে প্রেরণ করা যায় , এই প্রক্রিয়াকে ব্লক কোডিং বলে। চ্যানেল কোডিং এর প্রাথমিক পর্যায়ে ব্লক কোডিং করা হয়। প্রথম দিকে মোবাইল কমিউনিকেশনে ব্লক কোডকে ব্যবহার করা হতো।এ প্রক্রিয়ায় রিসিভারে অতিরিক্ত কিছু ক্রমিক মান যুক্ত করা হতো। এর ফলে ত্রুটি ঘটার সম্ভাবনা ছিল এবং ইনফরমেশন রেট চ্যানেল ক্যাপাসিটি বেশি হতো না।
২। Unipolar line coding- এর টাইমিং ডায়াগ্রাম অঙ্কন কর ।
উত্তরঃ Unipolar line coding- এর টাইমিং ডায়াগ্রাম
৩। Analog ও Digital modulation- এর মাঝে পার্থক্য লেখ ।
উত্তরঃ
Analog modulation | Digital modulation |
---|---|
১) এটি আনালগ ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। | ১) এটি ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। |
২) এ ট্রান্সমিশনে ডিজিটাল যোগাযোগ সুবিধা রয়েছে | ২) ডিজিটাল ডাটাকে 0 এবং 1 দ্বারা প্রকাশ করে |
৩) এর টেকনিকগুলো হলো- PCM, PAM, DM | ৩) এর টেকনিকগুলো হলো লাইন কোডিং, ব্লক কোডিং ক্র্যাম্বলিং |