অধ্যায় ২ঃ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম

সংক্ষিপ্ত


১। Modulation-এর প্রয়োজনীয়তা কী?

উত্তরঃ মডুলেশন এর প্রয়োজনীয়তা নিম্নরূপঃ

  1. মডুলেশনের ফলে ট্রান্সমিশন এন্টনার দৈর্ঘ্য কমে।

  2. ট্রান্সমিটারের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি পায়।

  3. ওয়্যারলেস কমিউনিকেশন হয়।

  4. মডুলেশনের ফলে একাধিক চ্যানেলকে আলাদা আলাদা ফ্রিকুয়েন্সিতে ভাগ করা সম্ভব হয়েছে।

  5. সিগনাল টু নয়েজ রেশিও বৃদ্ধি পায়।

  6. এর ফলে এন্টেনার ডিজাইন করা সহজ হয়।

  7. উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহারের জন্য রেডিয়েশনের মাধ্যমে ইন্টেলিজেন্স ট্রান্সমিট করা সম্ভব হয়।


২। ASK-এর সুবিধাগুলো লেখ।

উত্তরঃ ASK-এর সুবিধাগুলো হলো

  1. কম খরচে ASK Modulation ও Demodulation প্রসেস সম্পূর্ণ করা যায়।

  2. ডিজিটাল থেকে অ্যানালগে সহজে রূপান্তর করা যায়।

  3. On - Off Keying (OOK) ASK information transmission এ প্রযোজনীয় Energy কে Save করে রাখে।


৩। PSK- এর সুবিধাগুলো লেখ ।

উত্তর: PSK-এর সুবিধাগুলো হলোঃ

  1. PSK স্কিমকে খুব সহজে implement করা যায়।

  2. এতে FSK এর মতো Bandwidth এর সীমাবদ্ধতা নেই।

  3. ASK এর মতো Noise সহজে PSK কে ক্ষতি করতে পারে না।


৪। পূর্ণনাম লেখ : ASK , FSK , PSK ও BPSK ।

উত্তরঃ

  • ASK- Amplitude Shift Keying.

  • FSK- Frequency Shift Keying.

  • PSK- Phase Shift Keying.

  • BPSK- Binary Phase Shift Keying.