অধ্যায় ২ঃ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম
সংক্ষিপ্ত
১। Modulation-এর প্রয়োজনীয়তা কী?
উত্তরঃ মডুলেশন এর প্রয়োজনীয়তা নিম্নরূপঃ
-
মডুলেশনের ফলে ট্রান্সমিশন এন্টনার দৈর্ঘ্য কমে।
-
ট্রান্সমিটারের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি পায়।
-
ওয়্যারলেস কমিউনিকেশন হয়।
-
মডুলেশনের ফলে একাধিক চ্যানেলকে আলাদা আলাদা ফ্রিকুয়েন্সিতে ভাগ করা সম্ভব হয়েছে।
-
সিগনাল টু নয়েজ রেশিও বৃদ্ধি পায়।
-
এর ফলে এন্টেনার ডিজাইন করা সহজ হয়।
-
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহারের জন্য রেডিয়েশনের মাধ্যমে ইন্টেলিজেন্স ট্রান্সমিট করা সম্ভব হয়।
২। ASK-এর সুবিধাগুলো লেখ।
উত্তরঃ ASK-এর সুবিধাগুলো হলো
-
কম খরচে ASK Modulation ও Demodulation প্রসেস সম্পূর্ণ করা যায়।
-
ডিজিটাল থেকে অ্যানালগে সহজে রূপান্তর করা যায়।
-
On - Off Keying (OOK) ASK information transmission এ প্রযোজনীয় Energy কে Save করে রাখে।
৩। PSK- এর সুবিধাগুলো লেখ ।
উত্তর: PSK-এর সুবিধাগুলো হলোঃ
-
PSK স্কিমকে খুব সহজে implement করা যায়।
-
এতে FSK এর মতো Bandwidth এর সীমাবদ্ধতা নেই।
-
ASK এর মতো Noise সহজে PSK কে ক্ষতি করতে পারে না।
৪। পূর্ণনাম লেখ : ASK , FSK , PSK ও BPSK ।
উত্তরঃ
-
ASK- Amplitude Shift Keying.
-
FSK- Frequency Shift Keying.
-
PSK- Phase Shift Keying.
-
BPSK- Binary Phase Shift Keying.