অধ্যায় ৩ঃ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম
অতি সংক্ষিপ্ত
১। Digital modulation বলতে কী বুঝায় ?
উত্তরঃ Digital Modulation এমন একটি প্রক্রিয়া যা অ্যানালগ সিগন্যাল বা অন্য কোনো ইনফরমেশনকে Security এবং Efficiency সহকারে ট্রান্সমিশনের জন্য Numeric formal -এ পরিবর্তন বা রূপান্তর করে ।
২। Block coding বলতে কী বুঝায় ?
উত্তরঃ Digital Data Transmission এর একটি টেকনিক যার মাধ্যমে নিদির্ষ্ট বিটের ডাটাকে ব্লক আকারে প্রেরণ করা যায় , এই প্রক্রিয়াকে ব্লক কোডিং বলে ।