অধ্যায় ৩ঃ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম

রচনামূলক


১। Block diagram- সহ Digital Communication system বর্ণনা কর ।

উত্তরঃ Digital Signal হল ডিস্ক্রিট সিগ্ন্যাল ,যা Discontinious Voltage Pulse . আবার প্রতিটি Voltage Pulse হল একটি সিগ্ন্যাল element. Encoding এর ম্যধমে Binary Data কে ডাটা বিটে নেয়া হয় । নিচের চিত্রের ম্যধ্যমে একটি ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বর্ণনা করা হলঃ

Block Diagram

কোন ম্যসেজ পাস করলে তা প্রথমে তা আনালগ টু ডিজিটল কনভাটারে প্রোবেস করে এবং তা ডিজিটাল ফরমে পরিনত হয় , Sourch Encoder ডিজিট্যাল ফরমেটের স্যম্পল গুলো গ্রহন করে ডিজিটাল সিগ্ন্যালে এনকোড করে । সোর্স এনকোডিং এর ম্যধ্যমে সিগ্ন্যালের অপ্রয়োজনিয় Transmission Speed কমানো যায় । এর পর ডিজিটাল সিগ্ন্যালের আউটপুট encription এ প্রবেশ করে । encripted Signal কে chanel Encoder Input হিসেবে গ্রহন করে । এরপর মডুলেটর ব্যবহার করে সিগ্ন্যাল গুলোকে suitable Web Form e রুপান্তর করে । এরপর এন্টেনা এর ম্যধ্যমে ওয়েভ কে মিডিয়ার মাধ্যমে ট্রান্সমিট করে । এর পর রিসিভার এন্টেনা ওয়েভ কে রিসিভ করে ডিমডুলেটরের মাধ্যমে ওয়েভ থেকে ডিজিটাল সিগ্ন্যালে পরিনত করে , চ্যনেল ডিকোডারের ম্যধমে কোডকে ডিকোড করে ডিক্রিপশনের ম্যধ্যমে ওরজিন্যাল ডাটাতে রুপান্তর করে এরপর সোর্স ডিকোডার এর ম্যধমে ডাটাকে ডিকোড করে এরপর ডিজিটাল টু এনালগ কনভাটারের মাধ্যমে এনালগ ডাটায় রুপান্তর করে ।

২। ব্লক কোডিং সিস্টেম বর্ণনা কর।

উত্তর:

ব্লক কোডিং: চ্যানেল কোডিং - এর প্রাথমিক পর্যায়ে ব্লক কোড ব্যবহার করা হয় । প্রথম দিকে মোবাইল কমিউনিকেশনে ব্লক কোডকে ব্যবহার করা হতো । এ প্রক্রিয়ায় রিসিভারে অতিরিক্ত কিছু ক্রমিক মান যুক্ত করা হতো । এর ফলে ত্রুটি ঘটার সম্ভাবনা ছিল এবং ইনফরমেশন রেট চ্যানেল ক্যাপাসিটি বেশি হতো না । ব্লক কোডের প্রধান বৈশিষ্ট্য ছিল চ্যানেল কোডের দৈর্ঘ্য নির্দিষ্ট ।

ব্লক কোডিং এর ধাপসমূহঃ

ব্লক কোডিং তিনটি ধাপে সম্পন্ন হয়। যথা-

(ক) Division

(খ) Substitution

(গ) Line code ইত্যাদি ।

(ক) Division : এ ধাপে মূল বিট সিকুয়েন্সকে ভাগ করে M বিটের কতকগুলো গ্রুপ করা হয় । উদাহরণ হিসেবে 4B এনকোডিং - এ মূল বিট সিকুয়েন্সিকে 4 - bit গুচ্ছে ভাগ করা হয় ।

(খ) Substitution : এটা হলো ব্লক কোডিং এর মূল ধাপ । এই স্টেপে একটি n - bit গ্রুপ দ্বারা একটি m - bit code- কে Substitution করা হয় । উদাহরণ হিসেবে 4B এনকোডিং হতে পাই একটি 5 - bit group , যার মাধ্যমে একটি 4 - bit কোডকে প্রতিস্থাপন করা হয় । এখানে একটি 4 - বিট block থেকে আমরা 16 = ( 21 ) টি বিভিন্ন গ্রুপ পাই । আবার একটি 5 - bit কোড থেকে 32 = ( 25 ) টি সম্ভাব্য কোড পাই ।

(গ) Line coding : Substitution- এর পরে , সিগন্যাল তৈরিতে লাইন কোডিং - এ Scheme- টি ব্যবহৃত হয়।