অধ্যায় ৩ঃ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম
রচনামূলক
১। Block diagram- সহ Digital Communication system বর্ণনা কর ।
উত্তরঃ Digital Signal হল ডিস্ক্রিট সিগ্ন্যাল ,যা Discontinious Voltage Pulse . আবার প্রতিটি Voltage Pulse হল একটি সিগ্ন্যাল element. Encoding এর ম্যধমে Binary Data কে ডাটা বিটে নেয়া হয় । নিচের চিত্রের ম্যধ্যমে একটি ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বর্ণনা করা হলঃ
কোন ম্যসেজ পাস করলে তা প্রথমে তা আনালগ টু ডিজিটল কনভাটারে প্রোবেস করে এবং তা ডিজিটাল ফরমে পরিনত হয় , Sourch Encoder ডিজিট্যাল ফরমেটের স্যম্পল গুলো গ্রহন করে ডিজিটাল সিগ্ন্যালে এনকোড করে । সোর্স এনকোডিং এর ম্যধ্যমে সিগ্ন্যালের অপ্রয়োজনিয় Transmission Speed কমানো যায় । এর পর ডিজিটাল সিগ্ন্যালের আউটপুট encription এ প্রবেশ করে । encripted Signal কে chanel Encoder Input হিসেবে গ্রহন করে । এরপর মডুলেটর ব্যবহার করে সিগ্ন্যাল গুলোকে suitable Web Form e রুপান্তর করে । এরপর এন্টেনা এর ম্যধ্যমে ওয়েভ কে মিডিয়ার মাধ্যমে ট্রান্সমিট করে । এর পর রিসিভার এন্টেনা ওয়েভ কে রিসিভ করে ডিমডুলেটরের মাধ্যমে ওয়েভ থেকে ডিজিটাল সিগ্ন্যালে পরিনত করে , চ্যনেল ডিকোডারের ম্যধমে কোডকে ডিকোড করে ডিক্রিপশনের ম্যধ্যমে ওরজিন্যাল ডাটাতে রুপান্তর করে এরপর সোর্স ডিকোডার এর ম্যধমে ডাটাকে ডিকোড করে এরপর ডিজিটাল টু এনালগ কনভাটারের মাধ্যমে এনালগ ডাটায় রুপান্তর করে ।
২। ব্লক কোডিং সিস্টেম বর্ণনা কর।
উত্তর:
ব্লক কোডিং: চ্যানেল কোডিং - এর প্রাথমিক পর্যায়ে ব্লক কোড ব্যবহার করা হয় । প্রথম দিকে মোবাইল কমিউনিকেশনে ব্লক কোডকে ব্যবহার করা হতো । এ প্রক্রিয়ায় রিসিভারে অতিরিক্ত কিছু ক্রমিক মান যুক্ত করা হতো । এর ফলে ত্রুটি ঘটার সম্ভাবনা ছিল এবং ইনফরমেশন রেট চ্যানেল ক্যাপাসিটি বেশি হতো না । ব্লক কোডের প্রধান বৈশিষ্ট্য ছিল চ্যানেল কোডের দৈর্ঘ্য নির্দিষ্ট ।
ব্লক কোডিং এর ধাপসমূহঃ
ব্লক কোডিং তিনটি ধাপে সম্পন্ন হয়। যথা-
(ক) Division
(খ) Substitution
(গ) Line code ইত্যাদি ।
(ক) Division : এ ধাপে মূল বিট সিকুয়েন্সকে ভাগ করে M বিটের কতকগুলো গ্রুপ করা হয় । উদাহরণ হিসেবে 4B এনকোডিং - এ মূল বিট সিকুয়েন্সিকে 4 - bit গুচ্ছে ভাগ করা হয় ।
(খ) Substitution : এটা হলো ব্লক কোডিং এর মূল ধাপ । এই স্টেপে একটি n - bit গ্রুপ দ্বারা একটি m - bit code- কে Substitution করা হয় । উদাহরণ হিসেবে 4B এনকোডিং হতে পাই একটি 5 - bit group , যার মাধ্যমে একটি 4 - bit কোডকে প্রতিস্থাপন করা হয় । এখানে একটি 4 - বিট block থেকে আমরা 16 = ( 21 ) টি বিভিন্ন গ্রুপ পাই । আবার একটি 5 - bit কোড থেকে 32 = ( 25 ) টি সম্ভাব্য কোড পাই ।
(গ) Line coding : Substitution- এর পরে , সিগন্যাল তৈরিতে লাইন কোডিং - এ Scheme- টি ব্যবহৃত হয়।