অধ্যায় ৪ঃ ট্রান্সমিশন মিডিয়া ও সংযোগ

সংক্ষিপ্ত


১. Fiber Optic এর সুবিধা লিখ।

উত্তরঃ Fiber Optic এর সুবিধাগুলো হলো ঃ-

  1. অপটিক্যাল ফাইবার দিয়ে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে ডাটা স্থানান্তর করা হয়।

  2. এটি আলোর প্রতিফলন ও প্রতিসরন নিয়মানুযায়ী চলাচল করে।

  3. এর ডাটা ট্রান্সমিশন স্পীড বেশ হাই, প্রায় ১৮৬০০০ মাইল/ সেকেন্ড।

  4. এর ক্যাবলের মধ্য দিয়ে প্রবাহিত আলোক রশ্মির উপর বাহির হতে কোন নয়েজ প্রভাব ফেলতে পারে না।

  5. এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হলো 186 থেকে 370 THz


২. UTP cable- এর বৈশিষ্ট্যগুলো লেখ ।

উত্তরঃ UTP cable এর বৈশিষ্ট্যঃ

  1. ক্যাবল এর দাম কম।

  2. ডাটা ট্রান্সমিশন স্পীড প্রায় 100 Mbps.

  3. দূরত্ব বেশি হলে মাঝখানে রিপিটারের দরকার হয়।

  4. কোন রকম Amplification ছাড়াই এর মধ্য দিয়ে সিগনাল বেশ কয়েক কি. মি. যেতে পারে।


৩. Co -axial cable- এর গঠনচিত্র বর্ণনা কর ।

উত্তরঃ কো এক্সিয়াল ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়েও হাই ফ্রিকুয়েন্সি সিগন্যাল বহন করে। Co Axial হলো এমন ধরনের ক্যাবল, যাতে গোলাকার আকৃতির দুটি কনডাক্টর, একটি ইনসুলেটর এবং একটি জ্যাকেট থাকে।দুটি পরিবাহীর মধ্যে একটিকে বলে Inner conductor, আরেকটি কে বলে outer conductor. inner conductor সাধারণত কপার দিয়ে তৈরি। এর বাইরের চারপাশে নমনশীল অপরিবাহী পদার্থ দ্বারা বেষ্টিত থাকে।এই অপরিবাহী ধাতব শরীর পাত বা ধাতব সুতা বা দুটির মিশ্রণেই তৈরি। আউটার কনডাক্টর সিলিন্ডার আকৃতি বিশিষ্ট। এর বাইরে পুরো তার কে ঢেকে দেওয়ার জন্য ক্যাবল জ্যাকেট থাকে।

Co Oxial Cable