অধ্যায় ১১ঃ কানেকটিভিটি ডিভাইস

অতি সংক্ষিপ্ত


১. Router-এর কাজ কী?

উত্তরঃ রাউটার হার্ডওয়ার ও সফটওয়্যার সমন্বয়ে গঠিত । এটি নেটওয়ার্ক তৈরির কজে ব্যবহার করা হয়।

২. Router কী ?

উত্তরঃ রাউটার হার্ডওয়ার ও সফটওয়্যার সমন্বয়ে গঠিত । এটি ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস।


৩. Router- এর গুরুত্বপূর্ণ দুটি কাজ লেখ ।

উত্তরঃ Router- এর গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো-

১) উত্তম রাউট নির্বাচন করা ।
২) রাউটিং টেবিলে তথ্য আপডেট করা।