অধ্যায় ৫ঃ মাল্টিপ্লেক্সিং টেকনিকস

অতি সংক্ষিপ্ত


১। Multiplexing বলতে কী বুঝায় ?

উত্তরঃ যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক lo-bandwidth এর চ্যানেলকে combine করে larger bandwidth এর একটি লিঙ্ক তৈরি করে , যা common transmission মিডিয়া হিসেবে দুটি ডিভাইসের মধ্যে ডাটা, ভয়েসের লিঙ্ক স্থাপিত হয় সে প্রক্রিয়াকে Multiplexing বলা হয়।


২। ব্রডব্যান্ড ট্রান্সমিশন বলতে কী বুঝায় ?

উত্তরঃ উচ্চগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে ব্রডব্যান্ড বলা হয়ে থাকে। ব্রডব্যান্ড এর মাধ্যমে একাধিক সিগন্যাল একাধিক ট্রাফিক সোর্স থেকে আদান প্রদান করা যায়। উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থার ক্ষেত্রে ব্রডব্যান্ড এর ব্যবহার বর্তমানে সবথেকে বেশি।


৩। Multiplexing system- এর প্রয়জনীয়তা লেখ ।

উত্তরঃ মাল্টিপ্লেক্সিং-এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। কমিউনিকেশনের বিভিন্ন ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং ব্যবহৃত হয়

(ক) কমিউনিকেশনের ক্ষেত্রে কম চ্যানেলের প্রয়োজন হয়।

(খ) একাধিক ডাটাকে একটি চ্যানেলের মধ্য দিয়ে প্রেরণ করা যায়।

(গ) ডাটা কমিউনিকেশন দ্রুতগতিতে সম্পন্ন হয়।

(ঘ) ডাটা কমিউনিকেশনে কোনো প্রকার গাদাগাদি সৃষ্টি হয় না।

(ঙ) টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অনেকগুলো ফোন কল একসাথে একটি তারের মধ্য দিয়ে ট্রান্সফার করা হয়।

(চ) বর্ধিত চ্যানেলের চাহিদা মেটানোর জন্য মাল্টিপ্লেক্সিং-এর গুরুত্ব অপরিসীম।