অধ্যায় ২ঃ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম
রচনামূলক
১। অ্যামপ্লিচিউড মডুলেশন বর্ণনা কর ।
উত্তরঃ
অ্যামপ্লিচিউড মডুলেশনঃ যখন হাই ফ্রিকুয়েন্সি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড সিগনাল ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে পরিবর্তিত হয় তখন তাকে অ্যামপ্লিচিউড মডুলেশন বলা হয়। এই মডুলেশনে ডাটা সিগনালের মান অনুসারে ক্যারিয়ার সিগালের অ্যামপ্লিচিউড পরিবর্তন হয়। এত মডুলেটেড ক্যারিয়ার সিগনালের ফ্রিকুয়েন্সি সর্বত্র সমান থাকে। চিত্রে প্রথম অংশটি ডাটা সিগনাল। দ্বিতীয় অংশ হলো একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি বিশিষ্ট ক্যারিয়ার সিগনাল। তৃতীয় অংশ হলো মডুলেটেড আউটপুট সিগনাল। অ্যামপ্লিচিউড মডুলেনে ডাটা সিগনালের পজেটিভ ও নেগেটিভ হাফ সাইকেলে ক্যারিয়ার সিগনালের উভয় হাফ সাইকেলের অ্যামপ্লিচিউড পরিবর্তন হয়। যখন ডাটা সিগনাল পজিটিভ দিকে বৃদ্ধি পায় তখন ক্যারিয়ার সিগনালের অ্যামপ্লিচিউড বৃদ্ধি পায়। আবার যখন ডাটা সিগনাল নেগেটিভ দিকে বৃদ্ধি পায় তখন ক্যারিয়ার সিগনালের অ্যামপ্লিচিউড হ্রাস পায়।
অ্যামপ্লিচিউড মডুলেশনের বৈশিষ্ট্যঃ
ক) ডাটা সিগনাল ফ্রিকুয়েন্সি দ্বারা ক্যারিয়ার সিগনালের অ্যামপ্লিচিউড পরিবর্তনশীল।
খ) ডাটা সিগনালের তাৎক্ষণিক মান অনুসারে ক্যারিয়ার সিগনালের অ্যামপ্লিচিউড পরিবর্তনশীল।
গ) মডুলেটেড ও ডাটা সিগনালের ফ্রিকুয়েন্সি ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ভপ এর সমান।
২। ASK FSK ও PSK- এর সুবিধাগুলো লেখ ।
উত্তরঃ নিম্নে ASK, FSK ও PSK-এর সুবিধাগুলো দেওয়া হলোঃ-
ASK-এর সুবিধাঃ
-
অতি সহজেই সিগনালকে ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করা যায়।
-
On-off keying ASK information প্রয়োজনীয় energyকে save করে।
-
ASK-এর মাধ্যমে সব চেয়ে কম খরচে মডুলেশন করা যায়।
FSK-এর সুবিধাঃ
-
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির সিগনাল রিসিভ করে।
PSK-এর সুবিধাঃ
-
ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির ব্যান্ডউইথ নির্দিষ্ট হওয়ার দরকার নেই ।
-
পিএসটিএন এর রাউট এ নয়েস এবং ডিস্টরসন এর জন্য সিগনাল প্রোপাগেশন সমস্যা নেই।
-
অতি সহজেই বাস্তবায়ন করা যায়। তাই এর ব্যবহার বেশি।
৩। চিত্রসহ Amplitude modulation বর্ণনা কর ।
উত্তর: যখন উচ্চ ফ্রিকুয়েন্সি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড সিগন্যাল ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে পরিবর্তন হয় , তখন তাকে AM ( Amplitude Modulation ) বা অ্যামপ্লিচিউড মডুলেশন বলে । অ্যামপ্লিচিউড মডুলেশনে শুধুমাত্র ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউডের পরিবর্তন হয় সিগন্যাল ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে । এতে মডুলেটেড ( Modulated ) ওয়েভ ফ্রিকুয়েন্সি ক্যারিয়ার ওয়েভের ফ্রিকুয়েন্সির সমান হবে । চিত্রের প্রথম অংশটুকু হচ্ছে অডিও ইলেকট্রিক্যাল সিগন্যাল । চিত্রের দ্বিতীয় অংশটুকু হচ্ছে স্থির অ্যামপ্লিচিউডের ক্যারিয়ার ওয়েভ এবং চিত্রের তৃতীয় অংশটুকুতে অ্যামপ্লিচিউড মডুলেটেড ওয়েভ দেখানো হলো । AM- এ সিগন্যাল ওয়েভের পজিটিভ ও নেগেটিভ হাফ সাইকেলে ক্যারিয়ার ওয়েভের উভয় অর্ধ - সাইকেলের অ্যামপ্লিচিউডের পরিবর্তন হয় ।
যখন সিগন্যাল পজিটিভলি বৃদ্ধি পায় তখন ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড বৃদ্ধি পায় । আবার যখন সিগন্যাল নেগেটিভলি পায় তখন ক্যারিয়ার ওয়েডের অ্যামপ্লিচিউড হ্রাস পায় । অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে মূল্যবান নোটসমূহ হলো-
(ক সিগন্যাল ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড পরিবর্তিত হয়।
(খ) সিগন্যাল ফ্রিকুয়েন্সি f , দ্বারা ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড পরিবর্তনশীল ।
(গ) মডুলেডেট ও AM ওয়েভের ফ্রিকুয়েন্সি , ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি fc. এর সমান ।