অধ্যায় ৪ঃ ট্রান্সমিশন মিডিয়া ও সংযোগ

অতি সংক্ষিপ্ত


১. Microwave communication system কখন ব্যাবহার করা হয় ?

উত্তরঃ একমুখী Signal Transmission ক্ষেত্রে মাইক্রোওয়েভ কোমিউনিকেশন ব্যবহার করা হয়। সাধারণত 1 GHz হতে 40 GHz ফ্রিকুয়েন্সিতে সিগন্যাল প্রেরণ করতে পারে মাইক্রোওয়েভ।


২. ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদ লেখ ।

উত্তরঃ ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদ ৪ প্রকার ।

  1. Linear medium

  2. Bounded medium

  3. Uniform medium

  4. Isotropic medium.


৩. Thicknet co -axial cable- এর বৈশিষ্ট্য লেখ ।

উত্তরঃ Thicknet co -axial cable- এর বৈশিষ্ট্য হলো

  1. থিকনেট কো-এক্সিয়াল ক্যাবল এর ব্যাস ০.৫ Inch ।

  2. কোন প্রকার রিপিটার ছাড়াই ৫০০ মিটার পর্যন্ত দৈর্ঘের ক্যাবল ব্যবহার করা যায়।

  3. থিকনেট কো-এক্সিয়াল ক্যাবল এর ব্যান্ডউইড 10Mbps.

  4. impedanch 50 Ohm.