অধ্যায় ৬ঃ কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা
রচনামূলক
১. চিত্রসহ পিয়ার - টু - পিয়ার নেটওয়ার্ক বর্ণনা কর ।
উত্তরঃ পিয়ার (Peer) ও পিয়ার শব্দের আভিধানিক অর্থ সমকক্ষ। নেটওয়ার্কে এ ধরনের পিসি ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে অর্থাৎ সবগুলো কম্পিউটার একই শ্রেণির বা পরস্পরের সমকক্ষ বলে ঐগুলোকে একে অপরের সাথী বা পিয়ার বলা হয়। এ ধরনের পিসি সার্ভারে সার্ভিসের জন্য অনুরোধ পাঠিয়ে থাকে এবং অন্য কোন পিসি সার্ভিস চাইলে সে সেটি প্রদান করে।
পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer-to-peer network) ৪ এ প্রকারের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। এখানে কোন ডেডিকেটেড সার্ভার থাকে না বিধায় কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে কোন শ্রেণিবিন্যাসও নেই। প্রতিটি পৃথক কম্পিউটার তার ডাটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। এতে ব্যবহারকারী নির্ধারণ করে দেন তার কোন ফাইল বা ডাটা নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার শেয়ার করতে পারবে। নিম্নে পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কের একটি চিত্র দেয়া হলো-