অধ্যায় ১ঃ ডাটা কমিউনিকেশনের ধারনা

সংক্ষিপ্ত


১। Bandwidth ও Data rate-এর পার্থক্য লেখ

উত্তরঃ ব্যান্ডউইডথ ও ডাটা রেট এর মাঝে পার্থক্য নিম্নরুপঃ

Bandwidth Data Rate

১) একটি সিগনাল ফ্রিকুয়েন্সির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যকার পার্থক্যকে Bandwidth বলে।

১) সিগনাল এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হারকে ডাটা রেট বলে।

২) একে BB দ্বারা প্রকাশ করা হয়।

২) একে Bit দ্বারা প্রকাশ করা হয়। দরকার।

৩) এর একক হলো Hz।

৩) এর একক BPS (bit per second). চলে ।

৪) ডাটা রেট ট্রান্সফারের জন্য ব্যান্ডউইডথ দরকার।

৪) এর মাধ্যমে ডাটা, ইনফরমেশন, মেসেজ ট্রান্সফার করা হয়। ।


২। Data communication system- এর Block diagram অঙ্কন কর ।

উত্তরঃ নিম্নে Data communication system- এর Block diagram অঙ্কন করা হল-

Block Art