অধ্যায় ১ঃ ডাটা কমিউনিকেশনের ধারনা
সংক্ষিপ্ত
১। Bandwidth ও Data rate-এর পার্থক্য লেখ
উত্তরঃ ব্যান্ডউইডথ ও ডাটা রেট এর মাঝে পার্থক্য নিম্নরুপঃ
Bandwidth | Data Rate |
---|---|
১) একটি সিগনাল ফ্রিকুয়েন্সির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যকার পার্থক্যকে Bandwidth বলে। | ১) সিগনাল এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হারকে ডাটা রেট বলে। |
২) একে BB দ্বারা প্রকাশ করা হয়। | ২) একে Bit দ্বারা প্রকাশ করা হয়। দরকার। |
৩) এর একক হলো Hz। | ৩) এর একক BPS (bit per second). চলে । |
৪) ডাটা রেট ট্রান্সফারের জন্য ব্যান্ডউইডথ দরকার। | ৪) এর মাধ্যমে ডাটা, ইনফরমেশন, মেসেজ ট্রান্সফার করা হয়। । |
২। Data communication system- এর Block diagram অঙ্কন কর ।
উত্তরঃ নিম্নে Data communication system- এর Block diagram অঙ্কন করা হল-