অধ্যায় ৮ঃ রেওয়ামিল
অতি সংক্ষিপ্ত
১।পরিপূরক ভূল কাকে বলে?
উত্তরঃ হিসাব রক্ষণের ক্ষেত্রে যখন ডেবিট এর দিকে এক বা একাধিক ভুলের পরিমান সমান হয় তাকে পরিপূরক ভূল বলা হয়।এ প্রকার ভূল থকা সত্তেও রেওয়ামিল মিলে যাবে। অথচ ভুলটি রেওয়ামিলে ধরা পরবে না।
২।নীতিগত ভুল কাকে বলে?
উত্তরঃ মুনাফা জাতীয় খরচকে মূল্ধন জাতিয় খরচ হিসাবে অথবা মূল্ধন জাতিয় খরচকে মুনাফা জাতীয় খরচ হিসাবে লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভূল বলে।