অধ্যায় ৭ঃ নগদান বই
অতি সংক্ষিপ্ত
১। নগদান বই কী?
উত্তরঃ যে হিসাবের বইতে সর্বপ্রকার নগদ টাকার আদান-প্রদান বা প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় এবং নির্ধারিত সময়ান্তে ব্যালেন্স নির্ণয় করা হয় তাকে নগদান বই বলে।
২।নগদ বাটা কী?
উত্তরঃ বাকীতে বিক্রিত পণ্যের মুল্য নির্দিষ্ঠ সময়ের মধ্যে আদায়ের জন্য পাওনাদার তার মোট পাওনা থেকে যে পরিমান অর্থ দেনাদারকে ছাড় দেয় তাকে নগত বাট্টা বলে।