অধ্যায় ১০ঃ উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান
সংক্ষিপ্ত
১।উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কী?
উত্তরঃ উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হলো
১। উৎপাদন ব্যয় নির্ণয়ঃ উৎপাদন ব্যয় নির্ণয় করা এ হিসাবের প্রাথমিক উদ্দেশ্য। এর সাহায্যে উৎপাদিত দ্রব্য এবং চলতি কার্যের উৎপাদন ব্যয় পৃথকভাবে নির্ণয় করা যায় ।
২। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণঃ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণই এ প্রকার হিসাবের মুখ্য উদ্দেশ্য। কোন কাজের জন্য কি পরিমাণ কাঁচামাল, শ্রম, উপরি খরচ দরকার তা পূর্ব থেকে নির্ধারিত থাকে বিধায় সর্ব প্রকার ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে ব্যয় সংকোচের মাধ্যমে উৎপাদন ব্যয় ন্যূনতম পর্যায়ে রাখার উদ্দেশ্যেই উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা হয়।
৩। উৎপাদিত পণ্যের মূল্য নিরূপণঃ উৎপাদিত পণ্যের উপাদান ব্যয়ের সাথে মুনাফা যোগ করে উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে কোনো পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়।
8। মুনাফা নির্ণয়ঃএকটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ কাঁচামাল, শ্রম ও উপরি খরচ প্রয়োগ করে কী পরিমাণ মুনাফা অর্জন করা যাবে তা নির্ণয় করাও উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য।
৫। পরিকল্পনা প্রণয়নেঃ পরিকল্পনা প্রণয়ন ও এর ভিত্তিতে উৎপাদন কার্য পরিচালনা করাও উৎপাদন ব্যয় হিসাবের একটি উদ্দেশ্য। এ ক্ষেত্রে উৎপাদনের প্রকৃত ব্যয় বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা কার্যে সেগুলো ব্যবহৃত হয়।
২।উৎপাদন ব্যয় হিসাবে উপাদানগুলো কী কী?
উত্তরঃ উৎপাদন ব্যয় হিসাবের উপাদানগুলো নিচে লিখা হলো।
ক) স্থায়ী ব্যয়
খ) পরিবর্তনশীল ব্যয়
গ) কারখানার ব্যয়
ঘ) উপরি ব্যয়
ঙ)প্রক্রিয়া ব্যয়
চ) প্রত্যক্ষ ব্যয়
ছ) পরিচালন ব্যয় হিসাব
জ) প্রমাণ ব্যয়