অধ্যায় ১ঃ হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা

অতি সংক্ষিপ্ত


১।বুক কিপিং বলতে কী বোঝায়?

উত্তরঃ যে শাস্ত্র ব্যাবসা সংক্রান্ত লেনদেনসমূকে হিসাব বহিতে সুষ্ঠ, সহজ ও সুন্দরভাবে সংরক্ষণের কলাকৌশল শিক্ষা দেয় তাকে বুক কিপিং বলে।


২।বুককিপিং থেকে একজন ব্যবসায়ী কী কী তথ্য পেতে পারেন?

উত্তরঃ একজন ব্যবসায়ীর বুক কিপিং থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের মোট লাভ ও ক্ষতির পরিমাণ, দেনা পাওনা ,নগত প্রাপ্তি ও প্রদান সহ সথিক আর্থিক অবস্থা।


৩।লুকা প্যাসিলিও কেন বিখ্যাত?

উত্তরঃ হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিলিও । বুক কিপিং এর জনক এবং দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারক বলে তিনি বিখ্যাত।