অধ্যায় ১০ঃ উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান
অতি সংক্ষিপ্ত
১।উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কী?
উত্তরঃ কোন পণ্য উৎপাদন প্রতিষ্ঠানের কাচামাল, শ্রম, বিক্রয় ও বন্টনের সমূদয় হিসাব নির্ণয় করাই উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য।
২।উৎপাদন ব্যয় হিসাবে উপাদানগুলো কী কী?
উত্তরঃ
-
স্থাতি ব্যায়
-
পরির্তনশীল ব্যায়
-
কারখানা ব্যায়
-
উপরি ব্যায়
-
প্রক্রিয়া ব্যায়
-
পরিচালনা ব্যায় হিসাব
-
প্রমাণ ব্যায়