অধ্যায় ৬ঃ খতিয়ান

সংক্ষিপ্ত


১।খতিয়ান কি একজন ব্যবসায়ীকে ব্যবসা সংক্রান্ত সবরকম তথ্যাদি সরবরাহ করে থাকে। ব্যাখ্যা দাও।

উত্তরঃ খতিয়ান একটি তথ্যবহুল ও স্বয়ংসম্পূর্ণ হিসাবের বই। একটি নির্দিষ্ট সময় শেষে ব্যবস্থায়ীকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- মোট ক্রয় ও বিক্রয়, মোট লাভ ও মোট ক্ষতি, মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ ইত্যাদি পৃথক পৃথকভাবে লিখা থাকে । মোটকথা খতিয়ান হতে ব্যবসায়ী ব্যবসায়ের সার্বিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে পারে।


২।জাবেদা ও খতিয়অনের মাঝে পার্থক্য সংক্ষেপে লেখ।

উত্তরঃ

পার্থক্যর বিষয় জাবেদা খাতিয়ান

সংজ্ঞা

যে হিসাবের বইতে লেনদেনগুলোকে সর্বপ্রথম প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে

জাবেদাভুক্ত লেনদেনসমূহকে হিসাব খাত অনুযায়ী শ্রেণিবিন্যাস করে সংক্ষিপ্তাকারে পৃথক পৃথক শিরোনামে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে।

হিসাব বই

জাবেদা একটি প্রাথমিক হিসাবের বই

খতিয়ান একটি চূড়ান্ত বা পাকা হিসাবের বই।

ঘরের সংখ্যা

জাবেদার ছকে ৫টি ঘর থাকে

খতিয়ান ছকে মোট ৮টা থাকে

সূত্র

জাবেদা হতে লেনদেনের কারণ জানা যায়।

খতিয়ান হতে লেনদেনের কারণ সব সময় জানা সম্ভব হয় না