অধ্যায় ৪ঃ হিসাবের শ্রেণিবিভাগ
অতি সংক্ষিপ্ত
১। অনাদায়ী দেনা কোন জাতীয় হিসাব?
উত্তরঃ অনাদায়ী দেনা নামিক হিসাব।
২।হিসাব পস্তুত করার মূল উদ্দেশ্য কী?
উত্তরঃ কারবার প্রতিষ্ঠানের সমজাতীয় লেনদেনগুলোকে একত্রিত করে পৃথক পৃথক শিরোনাম সাজিয়ে শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত করে তালিকার মাধ্যমে উপস্থাপন করাই মূল উদ্দেশ্য।