অধ্যায় ৮ঃ রেওয়ামিল
সংক্ষিপ্ত
১।রেওয়ামিল না মিলিবার কারণগুলো কী কী?
উত্তরঃ নিম্নলিখিত ভুলগুলোর কারণে রেওয়ামিলের দুই পার্শ্বের যোগফল সমান হয় না :
-
কোনো হিসাবের জের রেওয়ামিলে না নেয়া হলে।
-
কোনো হিসাবের ডেবিট জের রেওয়ামিলের ক্রেডিট দিকে অথবা ক্রেডিট জের ডেবিট দিকে লেখা হলে।
-
খতিয়ানের কোনো হিসাবের উদ্বৃত্ত কম বা বেশি লেখা হলে।
-
রেওয়ামিলের যোগফল নির্ণয়ে ভুল হলে।
-
খতিয়ানের কোনো হিসাবের যোগফল নির্ণয়ে ভুল হলে।
-
জাবেদা বহি হতে খতিয়ানের ভুল পার্শ্বে লেখা হলে।