অধ্যায় ২ঃ লেনদেন

সংক্ষিপ্ত


১।“লেনদেন সর্বদা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য”- ব্যাখ্যা কর।

উত্তরঃ কোন ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই টাকার অংকে বা অর্থের মাপকাঠিতে পরিমানযোগ্য হতে হবে। অর্থের মাপকাঠিতে পরিমানযোগ্য নয় অথচ ব্যবসায়ের ক্ষতি সংগঠিত হলে এমন ঘটনাকে লেনদেন হিসাবে গন্য করা হবে না।যেমন- কোন প্রতিষ্ঠানের ম্যানেজার বাস দূরঘটনায় নিহত হলেন। ম্যানেজারের মৃতুতে প্রতিষ্ঠানের ব্যাপক লোকশান হবে কিন্তু মৃতু জনিত কারণ টাকার অংকে পরিমান যোগ্য নয় ।পক্ষান্তরে প্রতিষ্ঠানের গুদামঘরে পোকা জনিত কারণে ৫০০ টাকা ক্ষতি হলো । এটি ক্ষুদ্র লোকশান হলেও এটি অর্থের দ্বারা পরিমানযোগ্য বিধায় এটি লেনদেন।


২।“সব লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়”- সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা বলতে মানব জীবনের কোনো একটি বিশেষ মুহূর্তে সংঘটিত কোনো একটি বিশেষ ক্রিয়াকলাপকে বুঝায়। যে কোন ঘটনাই লেনদেন নহে। ঘটনা যখন কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে থাকে, তখন তাকে লেনদেন বলে। সুতরাং শব্দগত অর্থ এবং ব্যবহারিক দিক হতে ‘ঘটনা’ এবং ‘লেনদেনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। প্রত্যেকটি ঘটনা লেনদেন নহে। কিন্তু প্রত্যেকটি লেনদেনকে অবশ্যই একটি ঘটনা হিসেবে গণ্য করা হয়।