অধ্যায় ৬ঃ খতিয়ান
অতি সংক্ষিপ্ত
১। খতিয়ানভূক্তকরণ কী?
উত্তরঃ জাবেদা থেকে দাখিলা সমূহ খতিয়ানে স্থানস্তরিত করার কাজকে খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং বলে।
২।খতিয়ানকে হিসাবের পাকা বহি বলা হয় কেন?
উত্তরঃ বৈজ্ঞানিক পদ্ধত্তিতে খতিয়ানের হিসাব তৈরি করা হয় এবং খতিয়ান বই হতে ব্যাবসায়ী তার ব্যবসার যাবতীয় চুরান্ত ফলাফল জানতে পারে বিধায় একে পাকা বা চুরান্ত বহি বলা হয়।