অধ্যায় ১২ঃ পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস

সংক্ষিপ্ত


১।রাজস্ব ও অনুদান কী? ব্যাখ্যা কর।

উত্তরঃ একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের প্রাক্কলিত বাজেটে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন উৎস হতে প্র সম্ভাব্য আয়সমূহের সমষ্টিকে রাজস্ব বলা হয়। রাজস্ব হলো সরকারি বিভিন্ন উৎস হতে আয়, যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট থাকতে পারে। অনুদান : সরকার দেশের কল্যাণার্থে জনউন্নয়নমূলক কাজের জন্য বাজেটে যে ব্যয় বরাদ্দ করে, তাকে অনুদান বা মঞ্জুর বলে। অনুদানের অর্থ কোনো একক ব্যক্তির জন্য ব্যয় করা হয় না। রাষ্ট্রের সকল শ্রেণির জনগণের স্বার্থে এ অর্থ ব্যয়িত হয় অনুদান হলো একটি নির্দিষ্ট জনস্বার্থমূলক কাজের জন্য বাজেট বরাদ্দকৃত ব্যয়। বাজেটে বরাদ্দ না থাকলে অনুদান দেয়া যায় না।


২।পাবলিক ওয়ার্কস একাউন্টস্-এর মূল বৈশিষ্ট্যগুলো লেখ।

উত্তরঃ পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস-এর বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো :

(১) সরকারি ট্রেজারীর অনুকূলে চেক প্রদান এবং মাস শেষে রাজস্ব জাতীয় অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে জমা করা।
(২) গণপূর্ত বিভাগের নানা ধরনের কার্য সম্পাদনের প্রাথমিক খরচ নির্বাহ করা এবং ঠিকাদারদের যাবতীয় বিল যাচাই করে অর্থ পরিশোধ করা।
(৩) নির্ধারিত ছক অনুযায়ী আয় ও ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনগুলো নির্দিষ্ট হিসাবখাতে লিপিবদ্ধ করা।
(৪) পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা।
(৫) মাসের শেষে রাজস্ব হিসাবের রিপোর্ট মহা হিসাবরক্ষকের অধিদপ্তরে প্রেরণ করা।