অধ্যায় ২ঃ লেনদেন

অতি সংক্ষিপ্ত


১।সব লেনদেনই কি দৃশ্যমান হয়।

উত্তরঃ সব লেনদেনই দৃশমান নয়।অনেক লেনদেন অদৃশমান হয়ে থাকে।যেমনঃ সারা বছর ব্যাবহারের ফলে মেশিনের উত্তপাদন ক্ষমতা কিছুটা ক্ষয়প্রাপ্য হয়। এ ক্ষয় কে অপচয় বলে। এ অপচয় যদিও দৃশমান নয়, তথাপি এটি লেনদেন।