অধ্যায় ৪ঃ হিসাবের শ্রেণিবিভাগ

সংক্ষিপ্ত


১।বুককিপিং-এর স্বর্ণসূত্র উল্লেখপূর্বক বিভিন্ন শ্রেণির হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলি বা সূত্রগুলো বর্ণনা কর।

উত্তরঃ যে সূত্রের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হতে ডেবিট ও ক্রেডিট নিরূপণ করা হয় তাকে বুককিপিং-এর স্বর্ণসূত্র বলা হয়।

স্বর্ণসূত্র প্রয়োগ করে নিম্নোক্ত উপায়ে ডেবিট ও ক্রেডিট নিরূপণ করা হয় :
(ক) ব্যক্তিবাচক হিসাব : ব্যক্তি গ্রহণ করলে ডেবিট, ব্যক্তি প্রদান করলে ক্রেডিট।
(খ) সম্পত্তিবাচক হিসাব : সম্পত্তি আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট।
(গ) নামিক বা আয়-ব্যয়বাচক হিসাব : সমস্ত ব্যয় বা লোকসান ডেবিট, সমস্ত আয় বা লাভ ক্রেডিট।


২।হিসাবের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

উত্তরঃ হিসাবের শ্রেণিবিভাগ উল্লেখ করা হলো

১। জাবেদাকরন
২। খাতিয়ানভুক্তকরন
৩। রেওয়ামিল প্রস্তুতকরন
৪। চূড়ান্ত হিসাব প্রস্তুতকরন
৫। আর্থিক বিবরণী ব্যাখ্যা ও বিশ্লেষণ ।