অধ্যায় ৯ঃ সর্টিং- এর কার্যপ্রণালী

অতি সংক্ষিপ্ত


১. Sorting বলতে কী বুঝায় ?

উত্তরঃ Sorting অর্থ হল সাজানো । ডাটাকে ক্রমনুসারে সাজানোর পদ্ধতিকে Sorting বলে ।


২. Max Heap কী?

উত্তরঃ যদি কোন হিপ এমন ভাবে সাজানো থাকে যে এর Chaild Node গুল Parent Node অপেক্ষা ছোট হয় তাহলে ওই হিপ কে ম্যাক্স হিপ বলে ।