অধ্যায় ৬ঃ কিউ এর কার্যপ্রণালীর ধারনা
অতি সংক্ষিপ্ত
১. Queue বলতে কী বুঝায়?
উত্তরঃ Queue হল ডাটার সারিবদ্ধ সজ্জা , এতে ডাটা গুলো FIFO(Fast In Fast Out ) পদ্ধতিতে নির্বাহ হয় ।
২। ডি কিউ (De- QUEUE)
উত্তরঃ De- QUEUE হল Double Ended Queue. De-queue এর মাদ্ধমে Queue এর শুরু বা শেষ উভয়দিকে ডাটা Insert বা Delete হতে পারে।
৩. Recursive function বলতে কী বুঝায় ?
উত্তরঃ Recursive function হল এক বিশেষ ধরনের function যা প্রোগ্রামে নিজেই নিজেকে কল করতে পারে ।