অধ্যায় ২ঃ অ্যালগরিদমের মৌলিক ধারনা

রচনামূলক


১. শর্তসাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের Algorithm লেখ ।

উত্তরঃ ত্রিভুজে হওার জন্য প্রথম সর্ত হল ৩ টি বাহু ও ৩ টি কোন থাকতে হবে , আর তিনটি বাহু দারা তখনই ত্রিভুজ তৈরি করা সম্ভব যখন যেকোনো ২ টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় । যদি তা না হয় তাহলে ত্রিভভুজ অংকন করা সম্ভব হবে না । নিচে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম প্রদান করা হল ।

Step-01: Start

Step-02: তিনটি বাহু a, b, c input নেয়া

Step-03: যদি a+b>c , b+c>a, c+a>b হয় তবে

(a) s=(a+b+c)/2 নির্ণয় করা

(b) Area=√s*(s-a)(s-b)(s-c)

(c) ক্ষেত্রফল প্রদর্শন করা । অথবা, “Trangle Is not Possible” লেখাটি প্রদর্শন করা

Step-04: Exit