অধ্যায় ২ঃ অ্যালগরিদমের মৌলিক ধারনা

অতি সংক্ষিপ্ত


১. Algorithm বলতে কী বুঝায় ?

উত্তরঃ অ্যালগরিদম হল কোনো একটা সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট কিছু পর্যায়ক্রমিক ধাপের সমষ্টি । এর মাধ্যমে কোন সমস্যা সহজে সমাধান করা যায় ।


২. সুডোকোড (Pseudo Code) কী ?

উত্তরঃ প্রোগ্রামের ধরন ও কার্যাবলি তুলে ধরার জন্য কিছু সংখ্যাক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারই হল সুডোকোড । Algorithm এর মধ্যে লিখিত সংক্ষিপ্ত Statement গুলোকে সুডোকোড বলে।