অধ্যায় ১ঃ ডাটা স্ট্রাকচাররের ধারনা
অতি সংক্ষিপ্ত
১. ইনফরমেশন বলতে কী বুঝায় ?
উত্তরঃ সংগৃহিত ডাটা বা উপাও প্রক্রিয়াকরনের পর প্রয়োজনমত সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা information বলে। ডাটাকে প্রসেসিং করলে আমরা যা পাই তাই ইনফরমেশন।
২. Data structure বলতে কী বুঝায় ?
উওরঃ Data structure বলতে উপাত্তকে কম্পিউটারে রাখার একটি নির্দিষ্ট উপায়কে বোঝায় যাতে উপাত্তকে দক্ষতার সাথে ব্যবহার করা যায় । Data structure মুলত ডাটার logical / mathematical Model.
৩. দুটি করে Linear ও Non - linear structure- এর নাম লেখ ।
উত্তরঃ দুটি Linear ডাটা structure- এর নাম হলো -
-
Stack
-
Queue
দুটি Non Linear ডাটা structure- এর নাম হলো -
-
Tree
-
Graph
৪. মেমরি লোকেশন বলতে কী বুঝ ?
উত্তরঃ মেমরী তে ডটা সংরক্ষনের জন্য মেমরী কে ছোট ছোট এককে বিভক্ত করে পর্যায়ক্রমিক ভাবে সাজানো হয় যাতে মেমরীতে সংরক্ষিত ডাটাকে সহজে খুজে পাওয়া যায় এই ছোট ছোট একক গুলোকে মেমরী লোকেশন বলে ।