অধ্যায় ৭ঃ রিকারসন এর কার্যপ্রণালী

অতি সংক্ষিপ্ত


১. Recursion function বলতে কী বুঝায় ?

উত্তরঃ Recursion হল কোনও একটি বিষয় বার বার আবর্তন । Function মাধ্যমে কোন একটি statement বার বার আবরতন করলে তাকে Recursive function বলে।


২. সাবরুটিন বলতে কী বুঝায়?

উত্তরঃ সাবরুটিন হলো কোডের একটি অংশ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনা করে এবং কোডের অন্যান্য অংশ অপেক্ষা স্বাধীন। এটি পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল বা সাব এলগরিদম ।