অধ্যায় ৪ঃ লিঙ্কড লিস্টের বৈশিষ্ট্যাবলি

অতি সংক্ষিপ্ত


১. ডাইনামিক মেমরি অ্যালোকেশন বলতে কী বুঝায় ?

উত্তরঃ Dynamic memory allocation হলো এক ধরনের কৌশল এর সাহায্যে যে কোন সাইজ এবং দৈঘ্যের Data ব্যাবহার করে Data Stracture তৈরী করা যায় ।


উওরঃ লিঙ্কড লিস্ট (linked list) হলো একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেখানে ডাটা গুলোকে একটার পরে আরেকটা, লিঙ্ক আকারে রাখা হয়। ডাটা রাখার জন্য একাধিক ফিল্ডের সমন্বয়ে নোড তৈরি করা হয় । একটা নোড থেকে পরবর্তী নোডে সংযোগ করার জন্য লিঙ্ক থাকে ।