অধ্যায় ৪ঃ লিঙ্কড লিস্টের বৈশিষ্ট্যাবলি
অতি সংক্ষিপ্ত
১. ডাইনামিক মেমরি অ্যালোকেশন বলতে কী বুঝায় ?
উত্তরঃ Dynamic memory allocation হলো এক ধরনের কৌশল এর সাহায্যে যে কোন সাইজ এবং দৈঘ্যের Data ব্যাবহার করে Data Stracture তৈরী করা যায় ।
২. link list বলতে কী বুঝায়?
উওরঃ লিঙ্কড লিস্ট (linked list) হলো একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেখানে ডাটা গুলোকে একটার পরে আরেকটা, লিঙ্ক আকারে রাখা হয়। ডাটা রাখার জন্য একাধিক ফিল্ডের সমন্বয়ে নোড তৈরি করা হয় । একটা নোড থেকে পরবর্তী নোডে সংযোগ করার জন্য লিঙ্ক থাকে ।