অধ্যায় ৩ঃ অ্যারে রেকর্ড এবং পয়েন্টার
সংক্ষিপ্ত
১. Linear array- তে Traversing algorithm লেখ ।
উত্তরঃ এখানে LA একটি লিনিয়ার এরে, যার LB হলো Lower Bound এবং UB হলো Upper Bound. এই Algorithm টি PROCESS অপারেশন এর মাধ্যমে LA এর প্রতিটি উপাদানকে Traverse করে।
-
[ Initialize Counter ] Set K:= LB
-
যতক্ষণ K <_ UB হবে, ততক্ষণ 3 ও 4 নং ধাপের While লুপের পুনরাবৃত্তি হবে।
-
[ উপাদান গুলোতে প্রসেস ] LA[K] তে PROCESS প্রয়োগ হবে
-
[ কাউন্টার এর মান বৃদ্ধি ] K:= K+1 Step 2 loop এর সমাপ্তি হবে।
-
Exit.