অধ্যায় ১০ঃ স্ট্রিং সংরক্ষনের সাধারন কার্যক্রম
অতি সংক্ষিপ্ত
১. String বলতে কী বুঝায় ?
উত্তরঃ স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে । String এ সাধারনত এক বা একাধিক character ডাবল কোটেশন এর মধ্যে থাকে।
যেমনঃ “Bangladesh”
উত্তরঃ স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে । String এ সাধারনত এক বা একাধিক character ডাবল কোটেশন এর মধ্যে থাকে।
যেমনঃ “Bangladesh”