অধ্যায় ৭ঃ নেটওয়ার্কিং বেসিক সম্পর্কে ধারনা
অতি সংক্ষিপ্ত
১. IP কী?
উত্তরঃ Internet protocol-কে সংক্ষেপে IP বলা হয়। IP বলতে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের নাম বা ঠিকানার লজিক্যাল অ্যাড্রেস নির্দেশ করে।
২. File server বলতে কী বুঝায় ?
উত্তরঃ File Server এর কাজ হচ্ছে ব্যবহারকারীকে ফাইল শেয়ারের সুযোগ করে দেওয়া। এ ছাড়াও এটি ফাইল সংরক্ষণ উত্তোলন এবং এক PC থেকে অন্য PC-তে ফাইল স্থানান্তরের সুবিধা প্রদান করে।
৩. Network topology কী?
উত্তরঃ Network Topology হল যে প্রক্রিয়ায় নেটয়ারকে ডিভাইস বা নোড সমুহ একে অপরের সাথে যুক্ত থাকে । হলো এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন- কম্পিউটার, ক্যাবল, রাউটার ইত্যাদি যে প্রক্রিয়ায় নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি।