অধ্যায় ৭ঃ নেটওয়ার্কিং বেসিক সম্পর্কে ধারনা

সংক্ষিপ্ত


১. Subnet তৈরির ধাপগুলো লেখ ।

উত্তরঃ Subnet তৈরির ধাপগুলো-

(i) প্রতিটি সাবনেটের জন্য একটি নেটওয়ার্ক আইডি দরকার হবে।
(ii) প্রতিটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কানেকশনের জন্য একটি করে নেটওয়ার্ক আইডি দরকার হবে।
(iii) প্রতিটি সাবনেটে কয়টি করে হোস্ট দরকার হবে তা নির্ধারণ।
(iv) প্রতিটি TCP/IP হোস্টের জন্য একটি করে হোস্ট আইডি দরকার।
(v) প্রতিটি Rauter Interface-এর জন্য একটি করে হোস্ট আইডি দরকার।
(v) আগের প্রয়োজনীয় নেটওয়ার্ক ও হেস্ট আইডির উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো স্থির করতে হবে :

  1. পুরো নেটওয়ার্কের জন্য একটি সাবনেট মাস্ক।

  2. প্রতিটি সাবনেটের জন্য একটি করে সাবনেট আইডি।

  3. প্রতিটি সাবনেট ব্যবহার করে হোস্ট আইডি রেঞ্জ নির্ধারণ।