অধ্যায় ২ঃ ডিডিও নজরদারির ফাংশন সম্পর্কে জানা

সংক্ষিপ্ত


১. CCTV-এর উপাদানগুলো কী কী?

উত্তরঃ CCTV-এর উপাদানগুলোঃ-

(i) Camera
(ii) Monitor
(iii) Cable
(iv) DVR


২. Video surveillance system- এর Hardware component- গুলোর নাম লেখ ।

উত্তরঃ সার্ভেইল্যান্স-এর ৪ টি সুবিধাঃ

(i) Camera
(ii) Monitor
(iii) Cable
(iv) DVR


৩. ONVIF কী ?

উত্তরঃ ONVIF (Open Network Video Interface Forum) : Open network fefse Interface Forum বৈশ্বিক প্রতিষ্ঠান। AXiS Communication, BOSCH security system এবং সনি-এর সমন্বয়ে গঠিত একটি industry ফোরামের দ্বারা চালু হয়, যার লক্ষ্য ছিল IP-based video নজরদারি এবং নিরাপত্তা পণ্যের জন্য একটি বিশ্বব্যাপী খোলা ইন্টারফেসের উন্নয়ন ঘটানো।


৪. Surveillance system- এর Diagram এঁকে বর্ণনা কর ।

উত্তরঃ

Surveillance System