অধ্যায় ৫ঃ দূরবর্তী প্রবেশাধিকারের ণীতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানা
অতি সংক্ষিপ্ত
১। DMZ বলতে কী বুঝায় ?
উত্তরঃ এটি হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও বহিঃনেটওয়ার্কের মধ্যবর্তী একটি নিরপেক্ষ জোন। এটি বাইরের User-দের সহজেই প্রতিষ্ঠানের Data অ্যাক্সেস করতে বাধা দেয় ফলে নিরাপত্তা বজায় থাকে।
২। Storage node- এর কাজ কী ?
উত্তরঃ এই নোডের সাহায্যে সার্ভেইল্যান্স সিকিউরিটি সিস্টেমের মধ্যে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে ধারণকৃত সমস্ত Data গুলো file আকারে জমা হয়। স্পষ্টত, এ অংশ DVR/NVR এর মধ্যে থাকে। অর্থাৎ স্টোরেজ নোডের মাধ্যমে সার্ভেইল্যান্সের সকল ডাটা DVR/NVR-এ জমা রাখা হয়।